আপনি জানেন কি স্ট্রবেরি গাছ কোন সময় রোপণ করতে হয়?
আমরা জানি যে স্ট্রবেরি শীত প্রধান দেশের ফসল। যার ফলে অধিক তাপমাত্রা ও অতি বৃষ্টি স্ট্রবেরি গাছ সহ্য করতে পারেনা।
গরমের সময় স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রাখা খুব কঠিন। যারা সৌখিন বাগানি তারা এখন গাছ ক্রয় করা থেকে বিরত থাকুন।
অনেকেই মনে করেন তাড়াতাড়ি গাছ রোপণ করলে দ্রুত ফল আসবে। বিষয়টি তা নয়,ডিসেম্বর মাসের আগে স্ট্রবেরি গাছে ফুল আসবেনা।
স্ট্রবেরি গাছ লাগানোর উপযুক্ত সময় নভেম্বর ও ডিসেম্বর মাস। অনলাইনে অনেকেই এই অসময়ে স্ট্রবেরি গাছ বিক্রি
করছে। এখন চারা কিনে টাকা নষ্ট না করে নভেম্বর বা ডিসেম্বর মাসে ক্রয় করুন।