বন্যা পরবর্তীতে ঐ সকল এলাকার কৃষি খাতকে দ্রুত সচল করার লক্ষ্যে বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন সবজির চারা বিনামূল্যে বিতরণ করবে SKS Foundation
আমরা প্রাথমিকভাবে
(১) টমেটো
(২) মরিচ
(৪) বাঁধাকপি
চারা তৈরির কাজ শুরু করে দিয়েছি। কোন কোন এলাকায় কি কি সবজীর চারা প্রয়োজন হতে পারে এটা আমাদের জানাতে পারেন |
ভাই বোন বা বন্ধুরা যারা এই কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা এক হলে এই সময় কৃষির ঘাটতি দ্রুত সামলে নিতে পারবো ইনশাআল্লাহ্ । তাই আসুন এক হয়ে দেশের কৃষিকে উন্নতি করতে নেমে পড়ি ।
প্রাথমিকভাবে ১ লক্ষ্য চারা তৈরির প্রস্তুতি নিয়েছি আমরা । সবার সহযোগিতা পেলে আরও বেশি চারা দ্রুত উৎপাদন করতে পারবো । এবং আমরা ঘুরে দাঁড়াতে পারবো I কৃষি ধ্বংস হয়ে গেলে, দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি পাবে । এবং খাবার সংকট দেখা দিতে পারে ।
বিস্তারিত জানতে : 01725-409311