আমাদের গল্প
সোনার বাংলা বিনির্মানে কৃষির অগ্রনি ভূমিকা অপরিহার্য ৷ অধিক জনসংখ্যার দেশে উৎপাদন বৃদ্ধির বিকল্প নাই ৷ স্বল্প জায়গায় আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনের লক্ষ নিয়ে " স্মার্ট কৃষি সেবার" যাত্রা শুরু ৷ আমাদের শরীরে অধিকাংশ রোগের সৃষ্টি হয় খাদ্য থেকে, এই খাদ্যই আমরা অ-সচেতন ভাবে উৎপাদন করছি রাসায়নিক সার ও কীটনাশক এর অতিরিউক্ত ব্যবহার করে ৷ এই ভেজাল খাবার এর কারণেই আমাদের শরীরে অল্প বয়সে, নানান ধরনের রোগ বাসা বাঁধছে এমনকি ক্যান্সারের মতো জটিল রোগ হচ্ছে ৷ "স্মার্ট কৃষি সেবা " রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া কিভাবে সবজি তৈরি করা যায় অর্গানিকভাবে এবং আধুনিক পদ্ধতিতে ৷ এই পদ্ধতি নিয়ে কাজ করছে সমগ্র বাংলাদেশে ৷ এরই ধারাবাহিকতায় আধুনিক কৃষি উপকরণ, যন্ত্রপাতি সরবরাহ ও পরামর্শ প্রদান করছে ৷
মালিকের তথ্য
- নাম: মোঃ কামাল হোসেন
- ফোন: +88 01869878317
- ইমেইল: smartkrishiseba@gmail.com
- ঠিকানা: 174, Siddique Bazar, Hannan Mansion, Dhaka- 1000, Bangladesh.
আমরা আপনার জন্য কি করি?
আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা মানের পণ্য বিক্রি.
গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় অনলাইনে তাদের কাঙ্খিত পণ্য অর্ডার করতে পারেন এবং কৃষিবাজার তার নিজস্ব ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে গ্রাহকদের ডেলিভারি প্রদান করে।
যেকোনো তথ্যের জন্য আপনি সর্বদা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
ফোন: 01869878317
রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া কীভাবে জৈব ও আধুনিকভাবে সবজি চাষ করা যায় স্মার্ট কৃষি সেবা সারা বাংলাদেশে এই পদ্ধতি নিয়ে কাজ করছে।
কোন প্রশ্নের জন্য, আমাদের বার্তা পাঠান.
আমরা SMART KRISHI SEBA-এর পক্ষ থেকে আধুনিক কৃষি সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহ এবং পরামর্শ প্রদান করি।
ডিলার
আমরা সমগ্র বাংলাদেশে ডিলারের মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকি ৷ আপনার নিকটস্থ কোন ডিলার পয়েন্ট থেকেও আমাদের পণ্য সংগ্রহ করতে পারবেন ৷ যদি নিকটস্থ কোন ডিলার না থাকে তাহলে সরাসরি ঢাকা থেকে পণ্য ডেলিভারি নিশ্চিত করা হবে ৷ খালি থাকা সাপেক্ষে প্রতি থানায় ১ জন করে স্মার্ট উদ্যোক্তা নিচ্ছি ৷ আপনিও স্মার্ট উদ্যোক্তা হিসাবে যুক্ত হতে পারেন আমাদের সাথে ৷
Email us: smartkrishiseba@gmail.com
Call us : 01869878317